প্রিয় আনিস,
ফেসবুকে কদিন থেকে কত পোস্টিংই তো দেখে আসছি – কিন্তু এরকম একটা হৃদয়স্পর্শী পোস্টিং আর একটা দেখেছি কিনা জানি না। জানিনা বলছি এই জন্য যে আমরা কেও কখনই জানতে চাই নাই। জানতে গেলে চাঁদার বখরা হারানোর ভয়, নেতাগিরি হারানোর ভয়, গদি হারানোর ভয় – তা কেও কখনো করে নাকি? আর তাই নিজেই আইন প্রণেতা হয়েও, সে যে দলেরই হই বা যে মুখোশ পড়েই থাকি, আইনকে বৃদ্ধা অঙ্গুলি দেখিয়ে যাই। কিন্তু কেউ সেটা যখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তখন তার ওপর সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে চড়াও হয়ে বসি।
- মোস্তফা আব্দুল্লাহ
|