bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













অস্ট্রেলিয়ার গণমাধ্যমে
বাংলাদেশের নিরাপদ সড়ক আন্দোলনের খবর



কাউসার খান:অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড সহ দেশটির শীর্ষস্থানীয় প্রায় সকল গণমাধ্যমে বাংলাদেশে চলমান নিরাপদ সড়কের দাবিতে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের আন্দোলনের খবর প্রকাশ হয়েছে আজ। 'সহিংসতা অব্যাহত, বিচারের দাবিতে শিক্ষার্থীদের ঢাকার রাস্তা অবরোধ’ এ শিরোনামে আজ একটি প্রতিবেদন প্রকাশ করে সিডনি মর্নিং হেরাল্ড। হেরাল্ডের আন্তর্জাতিক বিভাগের শীর্ষ খবর এখন বাংলাদেশের নিরাপদ সড়ক আন্দোলনের সংবাদটি। আন্দোলনের বিস্তারিত লেখা হয় এ প্রতিবেদনটিতে। এছাড়া এবিসি নিউজ, দ্য অস্ট্রেলিয়ান, নিউজ ডট কম ডট এইউ এবং নাইন নিউজ, স্কাই নিউজ টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য সকল গণমাধ্যমে শিক্ষার্থীদের ওপর হামলার ব্রেকিং নিউজ হিসেবে প্রচারিত হচ্ছে। সংবাদগুলোর শিরোনাম ও বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের খবরই প্রাধান্য পাচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণ হিসেবে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার কথা বলা হচ্ছে খবরগুলোতে।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে পুরো ঢাকা ও দেশের বিভিন্ন অংশ অচল করে দিয়েছে। সরকার হাজার হাজার শিক্ষার্থীদের দাবী মেনে না নেওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থানের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবে। গত ২৯ জুলাই বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত ও ১২ জন আহত হওয়ার কথা বলা হয় সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে। আন্দোলনের বিস্তারিত খবরের পাশাপাশি আন্দোলন রুখে দেওয়ার চেষ্টায় পুলিশের হামলা ও ইন্টারনেটের বন্ধ বা গতি কমিয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়। বলা হয়, আন্দোলনকারীদের ভাষ্য, সরকার ইন্টারনেট সেবায় ব্যাহত করে বাক স্বাধীনতায় বাঁধা প্রদান করছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলছেন, টেকনিক্যাল সমস্যার কারণে মোবাইল অপারেটরা দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে পারছে না বলে প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে। নিশ্চিত নয় এ ভিত্তিতে ঢাকার ধানমণ্ডিতে চার ছাত্র খুন ও চার ছাত্রী ধর্ষণের কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। এই হামলার জন্য শিক্ষার্থীরা সরকার দলীয় বাংলাদেশ ছাত্রলীগকে দোষারোপ করছে বলে বলা হয় প্রতিবেদনে। আন্দোলনের প্রেক্ষিতে সরকারের কার্যকলাপের কথা সিডনি মর্নিং হেরাল্ডসহ অস্ট্রেলিয়ার অন্যান্য সংবাদমাধ্যমে বলা হয়। অস্ট্রেলিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ ও গণমাধ্যমে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বাংলাদেশে বিরল, এবং দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নির্বাচনকে সামনে রেখে সরকার দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা সরকার বিরোধী মনোভাব তৈরির জন্য এই বিষয়টি ব্যবহার করছে। তিনি এজন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্বারা পরিচালিত প্রধান বিরোধী দলকে দোষারোপ করেন। তবে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনার সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবী করে বিএনপি। এই দুই দলের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব কয়েক দশক ধরে চলে আসছে বলেও বলা হয় প্রতিবেদনটি। দ্য অস্ট্রেলিয়ান, নিউজ ডট কম ডট এইউ এবং নাইন নিউজ, স্কাই নিউজ টেলিভিশন চ্যানেল সহ অস্ট্রেলিয়ায় প্রকাশিত নিরাপদ সড়ক আন্দোলনের খবরে এমন কথাই বলা হয়।



কাউসার খান, অভিবাসন আইনজীবী, ইমেইলঃ kawsark@gmail.com




Share on Facebook               Home Page             Published on: 8-Aug-2018

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far