আনিস ভাই,
চোখে পানি এসে যাচ্ছিল আপনার লেখাটি পড়ে। এ ক’দিনে আমার অনেক বন্ধুরা, আত্মীয়-স্বজনেরা আমাকে নিরন্তর প্রশ্ন করে যাচ্ছে, ‘তুমি হঠাৎ করে এত খেপলে কেন? কেন ফেসবুকে এত পোস্টিং দিচ্ছ”? আমি তাদের মনে করিয়ে দিলাম যে ১৯৬৩ সালের ৫ই জানুয়ারি ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি আমার বাবাকে হারাই। আমার বয়স তখন মাত্র পাঁচ। বাবা’র সব স্নেহ, আদর, মমতা বা শাসন আমার জীবন থেকে মুছে দিয়েছিল ঐ একটি মাত্র দুর্ঘটনা। গেল এপ্রিলেও ঢাকায় গিয়ে আমি সড়কে যানবাহন, তার চালনা, গতি ও নিয়ন্ত্রণের চূড়ান্ত নৈরাজ্য দেখে এসেছি। এ নিয়ে তারুণ্যের আন্দোলন এসেছিল এক দিক নির্দেশনা নিয়ে। তাকে ঠিক পথে চালনা করতে হয়ত আমরা ব্যর্থ হয়েছি। তবে সাথে এটাও মনে রাখতে হবে এ আন্দোলন ছিল সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আমাদের ক্রমাগত ব্যর্থতার বিরুদ্ধে এক প্রবল প্রতিবাদ। আমি আশাবাদী আমাদের আগামী প্রজন্ম নিয়ে।
- রিয়াজ হক, সিডনি
|