bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












কবিতা বিকালের ছড়া
আনিসুর রহমান

কবিতা বিকালের অনুষ্ঠান এবার
বৃষ্টির কারনে প্রায় হইছিল কাবার ।
বাড়ির পিছনে ভাই নাজমুল খান
আয়োজন সম্পন্ন করে দেন পিছুটান
বৃষ্টির দেখে পূর্বাভাস । তখন উপায় -
না দেখে রুনু আপা করে হায় হায় ।

বড় ভাই রাজ্জাক ডাক দিয়া কয়
বাচিয়া থাকিতে আমি কোনো চিন্তা নয় ।
আমার বাড়িতে হবে অনুষ্ঠান আবার
পর পর দুই বার তাতে কিবা আর ।

ঝম ঝম বৃষ্টি পড়ে কবিতায় আহা -
হৃদয় সিক্ত করে মহাদেব সাহা ।
নারী কন্ঠ পুরুষ কন্ঠ একে একে পড়ে
হৃদয়ের মাধুরী ঢালি নিজ কন্ঠস্বরে ।
দেশের কবিতা পড়ি, পড়ি একুশের
প্রেমেরও কবিতা পড়ি ভালেন্টাইন ডের ।

কেন এ কবিতা পড়া - কেন ভালোলাগে -
প্রেমিকের মনে যদি এই প্রশ্ন জাগে -
বিশুদ্ধ উচ্চারনে দেখ হৃদয়ের ভার
প্রতি ছত্রে প্রকাশিত হয় কবিতার ।

হৃদয় পূর্ণ করে ঘরে ফিরে আসি
কবিতা তোমায় আমি আজো ভালোবাসি ।





Share on Facebook               Home Page             Published on: 21-Mar-2010

Coming Events: