bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













মোঃ আক্তারুজ্জামান এর
দাফন সংক্রান্ত জটিলতা সমাধান




মরহুম মোঃ আক্তারুজ্জামান
আনিসুর রহমানঃ সিডনি প্রবাসী মোঃ আক্তারুজ্জামান গত ৬ জুন ২০২০ শনিবার প্রিন্স আলফ্রেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। আর্থিক সমস্যার কারণে তাঁর স্ত্রী রাফিয়া আক্তার বাংলাদেশী কমিউনিটির কাছে সাহায্যের জন্য আবেদন করেন। সকলের সহযোগিতায় খুব অল্পসময়ের মধ্যেই প্রয়োজনীয় অর্থ ৮,৫০০ ডলার সংগ্রহীত হয়।

তাঁর হৃদপিণ্ডে অস্ত্রোপচার পরবর্তী জটিলতার কারণে মৃত্যুবরণ করেন তিনি। তবে চিকিৎসকগণ তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ব্যর্থ হওয়ার জন্য তাঁর মরদেহ পুলিশ হেফাজতে রেখে ময়নাতদন্ত করা হয়। সে কারণে নির্ধারিত ৯ জুন মরদেহ দাফন করা সম্ভব হয়নি। জনাব আক্তারুজ্জামানের পারিবারিক বন্ধু জনাব আব্দুল গফুর জানিয়েছেন ময়নাতদন্তের পর আজ বুধবার সন্ধ্যায় তাঁর লাশ দাফনের জন্য আত্মীয়স্বজনকে দেওয়া হয়েছে। আগামী উনিশে জুন শুক্রবার স্থানীয় ল্যাকেম্বা মসজিদে সকাল ৯ টায় মরহুম আখতারুজ্জামানের নামাজ-এ-জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে নির্ধারিত ক্যেম্পস ক্রিক গোরস্থানের পরিবর্তে ক্যামডেন এর ন্যারালেন গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

মৃত্যুকালে মোঃ আক্তারুজ্জামান এর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি তাঁর স্ত্রী এবং চার ও আট বছরের দুই সন্তান রেখে গেছেন।








Share on Facebook               Home Page             Published on: 17-Jun-2020

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot