bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...

বোকা বনে যাওয়ার গল্প!
আনিসুর রহমান


সেদিন এক বন্ধুর সাথে ফোনে আলাপ করছিলাম। বন্ধুটি বাংলাদেশ থাকে। সদ্য ব্যবসায়িক কাজ সেরে আমেরিকা থেকে ফিরেছে। কথা প্রসঙ্গে ও মোবাইল ফোনের নতুন একটা এ্যাপ এর কথা বললো। দুনিয়ায় নাকি ঝড় তুলে দিয়েছে এটা। একটুকরা কাগজে এ্যাপ এর নামটা লিখে নিলাম।

এর পর বেশ কয়েক দিন পার হয়ে গেছে। আজ হঠাৎ মনে পড়লো। দেখি না কেমন এ্যাপ ভেবে গুগল প্লে তে ঢুকলাম। এ্যাপটা খুঁজে পেতে সময় লাগলোনা। ইন্সটল করে এ্যাপ চালু করতেই স্ক্রিনে গুগল ম্যাপ এর মত একটা ম্যাপ দেখা গেল। খেয়াল করে দেখি ম্যাপটা বল্কহ্যাম হিলস এ আমার বাড়ির ওপর জুম করা। তার মানে ফোনের জিপিএস ব্যাবহার করে এ্যাপ জেনে গেছে আমি এখন কোথায় আছি। নেক্সট চাপতেই আরেকটা ঠিকানা জানতে চাইলো। সকালে ছেলেকে সেভেন হিলস স্টেশনে নামিয়ে দিয়ে এসেছি, তাই সেটাই দিলাম। পরক্ষণেই স্ক্রিনে আমার বাড়ি থেকে একটু দূরে একটা ছোট্ট কাল রংয়ের গাড়ির ছবি দেখা গেল এবং গাড়িটা থেকে আমার বাড়ি পর্যন্ত যে পথ দিয়ে আসতে হবে সেটা নীল রং দিয়ে দেখানো। কি ঘটছে সেটা বোঝার চেষ্টা করছি তখন লক্ষ্য করলাম গাড়িটা ম্যাপের ওপর নড়াচড়া করছে। গাড়িটা এগিয়ে আসছে আমার বাড়ির দিকে! আসতে কতক্ষণ লাগবে সেটাও দেখাচ্ছে স্ক্রিনে। ৩ মিনিট, ২ মিনিট, ১ মিনিট; তারপর স্ক্রিনে ARRIVED লেখাটা ভেসে উঠলো। আমি অবাক হয়ে বাইরে তাকিয়ে দেখে আমার বাড়ি সামনে কাল রংয়ের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ফোনটা তখনও আমার হাতে ধরা। তাড়াতাড়ি বাইরে এলাম। আমি গাড়ির দরজা খুলতেই সাদা শার্টের ওপর কালো কোট পড়া এক তরুণ চালক বললো, উঠে পড়ো। আমার বিস্ময়ের ধাক্কা তখনো কাটেনি! বললাম কোথায় নিয়ে যাবে আমাকে? আমিতো কোথাও যাবো না! ও মুখে হাসি টেনে বললো যাবে না তো ট্রিপ বুক করেছো কেন? বললাম আমি তো কিছু বুক টুক করিনি, একটা নতুন এ্যাপ নিয়ে খেলছিলাম আরকি। ও বিষয়টা আমাকে সংক্ষেপে বুঝিয়ে বললো তারপর আমার ফোনটা নিয়ে ট্রিপটা ক্যান্সেল করে দিয়ে বাই বলে চলে গেল। চৌকোস পাঠক-পাঠিকারা অনেক আগেই নিশ্চয় বুঝে গেছেন, আমি যে এ্যাপটার কথা বলছি তার নাম UBER.

UBER ২০০৯ সালে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত একটি কোম্পানি। বড় বড় শহরের ট্যাক্সি সমস্যার কথা ভেবে তারা এই অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর সমাধানটি উদ্ভাবন করেছে। আপনার যদি একটা গাড়ি থাকে আর হাতে কিছু সময় থাকে তাহলে এই এ্যাপের মাধ্যমে আপনি কিছু অর্থ উপার্জন করতে পারেন এবং অন্যরা আপনার সেবা গ্রহণ করে অপেক্ষাকৃত অল্প খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন। আমি আজ বুদ্ধুর মত যা করে ফেলেছিলাম প্রায়! তবে চালক হতে চাইলে এর মধ্যে একটা সিকিউরিটি চেক-আপ এর ব্যাপার আছে, সেটা সংগ্রহ করতে হবে। প্রক্রিয়াটা আমার জানা নেই। তবে মনে হয় বিষয়টা খুব কঠিন নয়।

২৮শে মে ২০১৫ এর হিসাব অনুযায়ী পৃথিবীর ৫৮টি দেশের ৩০০টি শহরে UBER চালু হয়েছে। সিডনিতে UBER চালু হয়েছে প্রায় নয় মাস হলো। সিডনি মর্নিং হেরাল্ড এর এক রিপোর্ট অনুযায়ী সিডনির যেসব সাবার্বের বেকারত্ব তুলনামূলক ভাবে বেশী সে সব সাবার্বের অনেকেই এখন UBER ব্যাবহার করে সপ্তাহে ২০ ঘণ্টা গাড়ি চালাচ্ছেন আর এ থেকে উপার্জন হচ্ছে মাসে প্রায় ২,৫০০ ডলার।



আনিসুর রহমান, বল্কহ্যাম হিলস, সিডনি






Share on Facebook               Home Page             Published on: 1-Jun-2015

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far