
দেখতে দেখতে ২০ বছর পার হয়ে গেল! বিশ্বাস হতে চায় না! মনে হয় এইতো সেদিন শুরু হলো! আসলে বছর পেরিয়ে যাওয়া মানে জীবন ফুরিয়ে আসা, বিশেষ করে ৬০ এর পরে। তাই হয়তো বিষয়টা আমাদের মেনে নিতে কষ্ট হয়।
গত বিশ বছরে বাংলা-সিডনিতে আপনাদের গল্প, কবিতা, প্রবন্ধ ছাপা হয়েছে ১৮০০ উপরে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের বিজ্ঞাপন, অনুষ্ঠান পরবর্তী রিপোর্ট, মন্তব্য, অসংখ্য ছবি এবং ভিডিও তো আছেই।
কয়েক বছর ধরে একটা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। কাল যদি আমি না থাকি তাহলে বাংলা-সিডনির কি হবে। উত্তরটা কল্পনা করা কঠিন না। যতদিন ডোমেইন নেইম এর মেয়াদ শেষ না হয়, বা ওয়েব সাইট নবায়নের সময় না আসে ততদিন বাংলা সিডনিকে খুঁজে পাওয়া যাবে। তারপর একদিন সব গল্প, কবিতা, প্রবন্ধ, ছবি আর ভিডিও নিয়ে হুট করে শূন্যে মিলিয়ে যাবে বাংলা-সিডনি। সব কিছু ভেসে যাক দুঃখ নেই কিন্তু এই ১৮০০ লেখা হারিয়ে যাবে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।
একটা উপায় হয়তো আছে, লেখাগুলিকে একটা বই আকারে ছাপিয়ে ফেলা। ১৮০০ লেখা, প্রতিটা গড়ে এক পৃষ্ঠা করে হলে ১৮০০ পৃষ্ঠার একটা বই হবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের 'সেই সময়' বইটিতে ৭০০ পৃষ্ঠা আছে। অর্থাৎ এই সাইজের তিনটা ভলিউম। কিছু ছবি ঢোকালে ভলিউম চারটাও হতে পারে। কে দেবে এই খরচ! অতএব এটা হচ্ছে না।
bangla-sydney.com এর প্রিয় লেখক-লেখিকা পাঠক-পাঠিকা এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ বিষয়টা নিয়ে ভাববেন। কোন বিকল্প পথ বের করা যেতেও পারে। এই দীর্ঘ পরিক্রমায় আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে জানাই গভীর কৃতজ্ঞতা।
 আনিসুর রহমান সম্পাদক
|