সুপ্রিয় আনিস, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এমন একটি অনন্য প্রকাশনা বের করে আজকের দিনটাকে আরও মোহময় করেছেন। আপনার অভিপ্রায়কে সফল করতে আশীষ বাবলু যে তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এমন একটি সু-প্রচেষ্টার সফলতা বাস্তবায়ন করেছেন তা পাঠকদের নিঃসন্দেহে প্রশংসা পাবে। ছোট করে এমন সুন্দর ও মমতা দিয়ে ঐ বিভীষিকাময় দিনগুলির কথা বলা যে যায় তাঁর প্রমাণ “পঞ্চাশে পঞ্চাশ”। প্রচ্ছদ খুব আকর্ষণীয়। আন্তরিক শুভকামনা রইল। ভবিষ্যতে এমন চমকপ্রদ কিছু নতুনত্বের অপেক্ষায় থাকব।
ড. সূর্য কিঙ্কর মজুমদার ইস্টগার্ডেন্স, সিডনি
|