bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













ড. কাজী আলী’র দুটি নতুন বই



এ বছর ঢাকার একুশে বইমেলায় ড. কাজী আলীর দুটি বই প্রকাশিত হয়েছে। প্রথমটি গল্পের বই, নাম “জীবনের উপাখ্যান”। তার স্ত্রী ডা. মেহেরুন্নেসা কে উৎসর্গ করা এই বইটিতে আছে ছয়টি গল্প। জীবনের রং, বিষণ্ণ আকাশ, মমতার বন্ধন, বিবর্ণ নীলিমা, বিশ্বাসের শেখর এবং সজল-কাজলদের গল্প। ১২৮ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে বইপত্র প্রকাশন দাম ৩০০ টাকা।

নিজস্ব উপলব্ধি, মানুষের আচরণ, নিজের ভুবন, দুঃখ বোধ, সমাজ, ধর্ম, রাষ্ট্র ও রাজনীতি নিয়ে বিভিন্ন চিন্তার ভাবনার সংকলন - তার দ্বিতীয় বইয়ের নাম, “বলে যাই যা দেখি চারিদিকে হার যা আসে অনুভবে”। বাবা মাকে উৎসর্গ করা এই বইটিও প্রকাশ করেছে বইপত্র প্রকাশন। এটিও ১২৮ পৃষ্ঠার একটি বই দাম ৫০০ টাকা।

ড. কাজী আলীর পূর্বপুরুষের শেকড় বিক্রমপুরে। বাবার বদলি চাকরি সুবাদে শৈশব কৈশোর কেটেছে মধুমতী আর পদ্মাপাড়ে। পড়াশোনা করেছেন স্বর্ণগ্রাম হাই স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউ সাউথ বিশ্ববিদ্যালয়ে। প্রায় এক দশক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করার পর ৮০’র দশকে উচ্চশিক্ষার্থে অস্ট্রেলিয়ায় আসেন এবং সিডনিস্ত নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে প্রায় ৩ দশক অস্ট্রেলিয়ার পাঁচটি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন। ২০২০ সালে ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং শাস্ত্রের প্রতিষ্ঠাতা প্রফেসর হিসাবে অবসর গ্রহণ করার পর একই বিশ্ববিদ্যালয়ে এডজাংক প্রফেসর হিসেবে নিযুক্ত হন এবং বর্তমানে এই পদেই আছেন।

বই সংগ্রহ করতে লেখকের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য 0423210540 নাম্বারে ডায়াল করুন।





Share on Facebook               Home Page             Published on: 7-Apr-2023

Coming Events:


*** মেলার তারিখ ১১ মে থেকে পিছিয়ে ১ জুন করা হয়েছে ***



Lakemba Blacktown Money raised so far



Blacktown Money raised so far