bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













জীবন চলার পথ (১)
মোঃ কামরুজ্জামান আকন



আজ সকালে প্রতিদিনকার মতো বেরিয়ে পড়লাম প্রাতঃভ্রমণের জন্য। মনটা বেশ আনন্দে ভরে উঠলো বাইরে শিশির জমা বরফে ঢাকা ঘাস দেখে। মৃদুমন্দ বাতাস। সূর্যটা উঠি উঠি করছে। মাত্র দু’শ মিটার গিয়েছি অমনি রাস্তার অপর পাশ থেকে এক পথচারী হাত ইশারা করে বলে উঠলো, মাস্ক! মাস্ক! আমি এদিক ওদিক তাকালাম এবং ভাবলাম ভদ্রলোক কোন অধিকারে আমাকে মাস্ক এর কথা বলছে! যাই হোক অপর প্রান্ত থেকে আসছিলো এক প্রাতঃভ্রমণকারী দৌড়বিদ। খুব তাড়াতাড়ি যাচ্ছিলো এবং তার মুখেও মাস্ক ছিল না। যাবার সময় আমাকে বলে গেলো সামনে পুলিশ আছে। শোনা মাত্র আমার অন্তরাত্মা শুকিয়ে গেলো। আমি তৎক্ষণাৎ ভাবলাম কত তাড়াতাড়ি বাসায় গিয়ে মাস্ক নিয়ে আসা যায়। বাসায় যাওয়ার পথ দু’টো। বামদিকে বরফ আচ্ছন্ন মাঠের ওপর দিয়ে অথবা যে পথে এসেছি সে পথেই ফেরত যাওয়া।

কোনো সিদ্ধান্ত নেয়ার আগেই আমার অবস্থা ডাঙায় বাঘ এবং জলে কুমিরের মত হলো। যদি ঊর্ধ্বশ্বাসে পিছনে যাই এবং পুলিশের দেখা মেলে তাহলে ৫০০ ডলার ফাইন আর মাঠের মধ্যে দিয়ে গেলে পিছলে পড়ে হাড়গোড় ভেঙে যাবার ভয়। সিদ্ধান্ত নিলাম মাঠের মধ্যে দিয়ে জোরে দৌড় দিবো আর যদি পড়ে যেয়ে হাত পা ভেঙেই যায় তাহলে হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট পাওয়া যাবে কিন্তু ফাইন দিতে হবে না।

বাসায় এসে মাস্ক নিয়ে বেরুলাম। ভাগ্যিস হাত পা কিছু ভাঙেনি। রাস্তায় পুলিশের দেখা মেলেনি সে যাত্রায় কিন্তু দেখা মিলেছিল বিকেলে। তখন পুলিসের দিকে তাকিয়ে বললাম আমাকে আর তুমি ফাইন করতে পারবে না। পুলিশের কাছে আমার আত্মসম্মান রক্ষা হল!

আমি পরে আমার পকেট চেক করে একটি মাস্ক পেয়েছি যা সকালে আমার পকেটই ছিল। পুলিশের ভয়ে ভুলে গিয়েছিলাম।




মোঃ কামরুজ্জামান আকন, সিডনি, অস্ট্রেলিয়া




Share on Facebook               Home Page             Published on: 10-Aug-2021

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot