bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












বিজয় দিবস উপলক্ষে
সিডনির বাংলা মেলা ২০১৫

আকাশ জাহিদ


গত ২০শে ডিসেম্বর Wiley Park এ অনুষ্ঠিত হল বাংলা মেলা। যেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। মেলায় দোকানে দোকানে ঘুরেফিরে চটপটি, ফুচকা, ঝালমুড়ি, চা ইত্যাদির সাধ নিয়ে মঞ্চের সামনে এসে বসলাম। সেখানে সিডনীর বাংলাদেশী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। মঞ্চে পরিবেশন করছিল শিশুশিল্পীবৃন্দ, ঐকতান, রাজিতের সাথে লাল-সবুজ এর শুভ্রা মুস্তারিন, এইট নোট, নৃত্যশিল্পী অর্পিতা সোম, কিছু একক শিল্পী। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে আসলো সিডনীর জনপ্রিয় বাংলা ব্যান্ড কৃষ্টি। কৃষ্টি মঞ্চে আসার সাথে সাথে Sound, Lighting, Smoke, LED Screen এবং Video Drone Camera - র কাজ দেখে আমরা সবাই মুগ্ধ হলাম। এর সাথে সাথে কৃষ্টির শ্রুতিমধুর সংগীত পরিবেশনা বাংলা মেলাকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। কৃষ্টি তাদের নিজেদের গানসহ, মাইলস এবং বাপ্পার গান পরিবেশন করে। কৃষ্টি ব্যান্ডের প্রতিটি সদস্য অত্যন্ত দক্ষ এবং পেশাদার সেটা তাদের মিউজিক এবং গান শুনেই বুঝতে পারা যায়। ভবিষ্যতে কৃষ্টির আরো অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকলাম।




আকাশ জাহিদ, সিডনি






Share on Facebook               Home Page             Published on: 5-Jan-2016

Coming Events: