আকাশ সমুদ্র কামরুল মান্নান আকাশ

কতদিন যাইনি সমুদ্রের কাছে দেখি নাই তার নীল জলরাশি হয়নি অবগাহন কুমারী জলে করিনি তো খেলা জলতরঙ্গের সাথে।
ঊর্মিমালারা ভাঙিছে গড়িছে অনাদিকাল হতে মহাসমুদ্রের কোন দূরে জন্ম নিয়েছিল সে কোন কালে লক্ষ যোজন পথ পাড়ি দিয়ে আজো খুঁজে ফিরে সময়-হীন সময় হতে সে চেয়েছিল যারে।
আকাশে ভাসে অশ্রুজলের গান ফিসফিস করে কারা যেন কি বলে বিষণ্ণতা গুমরে কাঁদে নির্জন উপকূলে দিন শেষে বিরহিণী ফিরে যায় নীরব অভিমানে।
বিশাল আকাশ তারে ধরে রাখে বাহুডোরে মোহ-মায়ায় মিশে যায় তারা অসীম সুদূরে দূর হতে কাছে এসে আবার দূরে চলে যায় রেখে যায় তার আসা যাওয়ার পদচিহ্ন রেখে যায় জলের শব্দ, রেখে যায় জলের ঘ্রাণ।
সমুদ্রের শেষ নেই, আকাশেরও শেষ নেই তবুও একদিন তাদের মিলন হবে যেখানে আকাশ সমুদ্রকে ছুঁয়ে যায় যেখানে শুরু হয় পৃথিবীর।
 কামরুল মান্নান আকাশ, সিডনি, অস্ট্রেলিয়া
|