bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia














পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। আগামী ১৪ই এপ্রিল আসছে নতুন বছর ১৪২৪ বাংলা বর্ষ ।এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। পহেলা বৈশাখ বাঙ্গালী জাতির প্রাণের উৎসব।

আগামী ১৬ এপ্রিল (রবিবার), ২০১৭ বিকাল ৫ টায় সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক প্রতি বছরের মত এইবারও পালন করবে পহেলা বৈশাখ ইঙ্গেলবার্ন লাইব্রেরী সংলগ্ন কমিউনিটি হলে।

অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাঙালী প্রজন্মকে জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও এর ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য।

মেলায় উপস্থিত থাকবেন সিডনিতে বসবাসরত অস্ট্রেলিয়ান বাংলাদেশী নাগরিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক-নেতৃবৃন্দ এবং সিডনি থেকে প্রকাশিত অনলাইন ও পেপার পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ, লেখক, সাহিত্যিক, কবি ও সুশীল সমাজসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা।

অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে শিশুকিশোর সহ সিডনির শিল্পীদের পরিবেশনায় বৈশাখের গান, দেশীও নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা সাদা/লাল/লাল-সাদা’র সমন্বয়ে দেশীও পোশাক পড়ে বন্ধু ও পরিবার পরিজন সহ সবাইকে বর্ষ বরন অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ইলিশ, ভাত, ভর্তা ছাড়াও থাকবে রকমারি দেশিও পিঠেপুলির ও মিষ্টান্নের ব্যবস্থা।







Share on Facebook               Home Page             Published on: 3-Mar-2017

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot