bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












দি পারফেক্ট স্মাইল


প্রেস রিলিজ: সম্প্রতি সিডনীতে অনুষ্ঠিত হয়ে গেলো অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম আয়োজিত, বাংলাদেশী বংশোদ্ভূত ডেন্টিস্ট ও হেলথ প্রফেশনালদের নিয়ে অনুষ্ঠান - দি পারফেক্ট স্মাইল৷ গত ২২শে ফেব্রুয়ারি শনিবার সিডনীর পেনান্টহিলস কমিউনিটি সেন্টারের এই অনুষ্ঠানটিতে অর্ধশতাধিকের বেশি বাংলাদেশী ডেন্টিস্টসহ উপস্থিত ছিলেন ডাক্তার, নার্স, সাইকোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য তুলে ধরেন সিডনীর স্বনামধন্য ডেন্টিস্ট ডা: নাহিদ সায়মা ও জেনেরাল প্র্যা ক্টিশনার ডা: মাহবুবা খানম৷ সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা তুলে ধরেন ডা: মোহাম্মাদ সালাউদ্দিন শাহরিয়ার৷

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে সন্ধ্যার সূচনা হয়৷ “মুখরোচক” এর বৈকালিক নাশতায় সবাইকে আপ্যায়ন করা হয়৷ অনুষ্ঠানের প্রথম অংশে রিসার্চার ও কমিউনিটি ডেন্টিস্ট হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন, এসিস্ট্যান্ট প্রফেসর ডা: রাহেনা আখতার। অস্ট্রেলিয়ান ডেন্টাল কাউন্সিলের পরীক্ষা ও প্রস্তুতি নিয়ে একটি প্রাণবন্ত আলোচনা করেন চার জন তরুণ ডেন্টিস্ট - ডা: রিজোয়ানা রহমান নিপা, ডা: উম্মে সালমা, ডা: সংগীতা দেবী ও ডা: রোমানা৷ নিজের কর্ম-জগত নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন করেন বিশিষ্ট ডেন্টিস্ট ডা: ফিরোজ ইকবাল৷

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সংগীত পরিবেশন করেন ডা: লুনা খন্দকার ও সিডনীর বিশিষ্ট শিল্পী আহমেদ ফজলে এলাহী হিমেল। নৃত্য পরিবেশন করেন ডা: তাহিতি তাবাসসুম। অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের পক্ষ থেকে ডা: সাজিদুল ইসলাম সকল স্পন্সরদের ধন্যবাদ জানান। সাইকোলজিস্ট জন মার্টিনের পরিচালনায় কুইজ পর্বটি ছিলো ভীষণ উপভোগ্য৷ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন ডা: সুরঞ্জনা জেনিফার রহমান৷

নৈশভোজে “কাপল ও শেফ” এর সুস্বাদু বাংলা চাইনিজ অতিথিদের তৃপ্ত করে৷ অনুষ্ঠানের ফটো কাভারেজ দিয়েছেন ফটোলিয়ার আকাশ দে, সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন আত্তাবুর রহমান৷ সম্পূর্ণ ভেন্যুটি সাজানো হয়েছিল মহান ভাষা দিবসের ভাব গাম্ভীর্যকে মাথায় রেখে সাদা ও কালো থিমে। অনুষ্ঠানে আগত অতিথিরা “রিবনস এন্ড রোজেস” ইভেন্ট প্ল্যানারদের এই সাজসজ্জার ভূয়সী প্রশংসা করেন৷ বাংলাদেশী সকল হেলথ প্রফেশনালদের মধ্যে পারষ্পরিক বন্ধন রক্ষার্থে এই ধরনের মিলন-মেলা ভীষণ জরুরি বলে আগত অতিথিরা মন্তব্য করেন।


প্রেস রিলিজ
অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম ইনক







Share on Facebook               Home Page             Published on: 25-Feb-2025

Coming Events: