bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













প্রাক ইতিহাসের কবিতা (১)
আবেদ চৌধুরী



“আছে আকাশ ইন্দ্র নাই”


মধ্য এশিয়ায় ওঠে থেকে থেকে তুমুল হ্রেষা;
অশ্বমেধ যজ্ঞ সময়।
যামিনী ঊষার কাছে হাত পাতে এমন সময়ে।
ভগ্ন একাকী মানুষেরা দলে দলে হাটে।
বরুণ ঈশান মারুত;
অগ্নি-মিলা পুরোহিত বেদের সন্তান,
হাটে তারা পামিরের অস্থির ললাটে।

বলখ ও তুরান-ভূমি পার হয়ে মানুষেরা আসে;
তাদের চালক নেই, নাই কোন দিশারী ঈশ্বর।
আভেস্তা-কবিতা জপে অগ্নিদেব ইন্দ্রের নামে
সুর ও অসুর ভেদ শিক্ষাহীন মানুষের দল
সুর করে জপে -
“আছে আকাশ ইন্দ্র নাই ”
ইরান তুরান বলখ উটে-অশ্বে কাঁপে।

অতএব তুমি এসো, যেখানে জীবন আজ চায়
সূর্যকান্তি সত্য অনির্বাণ।
ধর্মের জন্মের অনেক আগের
সেই ভূমি;
ছায়াময় তরুণী ভারতে।
যখন সময় ইতিহাসের অপেক্ষায় এক পায়ে দাঁড়ানো
অস্থির সুমের মিশরে।
যখন ধর্মহীন বেলাভূমিতে পদব্রজিরা কেবলই মানুষ।

এমন সময়ে তুমি আসো অগ্নিদেব
লেলিহান জটাধারী সূর্যের সন্তান;
এক হাতে তব বজ্র আর অন্য হাতে
শতাধিক স্রোত হারা নদীর সম্মান।





ড. আবেদ চৌধুরী, ক্যানবেরা





Share on Facebook               Home Page             Published on: 12-Dec-2020

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot