bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













স্মৃতি; দেশঃ ১৬ ডিসেম্বর
আবেদ চৌধুরী



কৈশোরে পা রাখতে না রাখতেই আমি পেয়েছিলাম এক পুরস্কার।
অর্বাচীন বালকের হাতে ইতিহাস দিয়েছিলো এক রক্ত মাখা দর্পণ;
বলেছিলো এইতো তুমি।

ষোল বছর ইতিহাসের কেউ নয়।
ষোল বছর খেলার সময় গানের সময়
বাঘ হরিণের মিলনে স্বচ্ছ প্রাণ ঝর্ণার জলতরঙ্গের সময়
অথচ ইতিহাস আমার হাতে দিয়েছিলো অন্য এক প্রস্রবণ;
অবোধ শিশুকে দেখিয়েছিল শোণিত ও অশ্রুর ধারা।
দিয়েছিলো অঙ্গারে আগুনে লিখিত কিছু জন্মের দাগ।

সেদিন কুয়াশায় আবৃত নদীগুলোর নৌকায় পাটাতনে
মানুষের শব ছিল।
আমাদের অস্তিত্ব জুড়ে ছিল মৃত্যু ও আর্তনাদ
বধ্যভূমি সেদিন রক্ত ও কুয়াশায় মাখামাখি ছিল
একটি পরিত্যক্ত দেশের অপবিত্র গন্ধে সেদিন মানচিত্র লজ্জায় পড়েছিল।
আর সেই দেশের মৃতদেহের উপর দাঁড়িয়ে আমরা নির্মাণ করছিলাম
আমাদের নবজন্ম আমাদের ভূমি। আমাদের দেশ।
সেই দেশ যার বিরহ এখনো আমার বিরান হৃদয়ে অহর্নিশ কষ্ট।
শোণিতে নির্মিত সে ভূমি নিয়তির মত এখনো আমাকে গ্রাস করে রেখেছে
সে ভূমি এখন স্মৃতিময় আমার স্নায়ু ও শরীর।

ম্যানিলা থেকে কপেনহাগেন এই বিস্তীর্ণ গোলক ধরায়
সে দেশ আমাকে দিয়েছে কেবলই নস্টালজিয়া
কিন্তু তার অন্তরে রেখে দিয়েছে
আমার সকল অন্তঃসার স্মৃতির প্রবাহ
দগ্ধ মাটির রক্ত মেখে
সে জননী আমাকে অনাথ করেছে।

আমি আজ রয়ে গেলাম সেই নবীন কিশোর
হেমন্তের মাটি শোঁকে শোঁকে অনাগত শস্যের গায়ে
আমি খুঁজি কৈশোরের দেশ।
খুঁজি রক্তের প্রবাহে হারানো সজনের মুখ।

তোমরা যারা এ ভূমির শহীদ তোমরা ভাল থেকো
কাউসারের জলে মুছে যাক তোমাদের দগ্ধ বেদনা।
ভাল থাক হিমালয়ের কোলে শায়িতা শ্যামল বাংলা
ভাল থাক নিকানো ঘরবাড়ি জোনাকির আলোয়
জ্যোতির্ময় আমার শৈশব।

আমি আজো সেই একদার দগ্ধ ভূমিকে নমি
আমার বুকের ভেতরে এখনো বাস করে সেই রক্তের সময়।
যদিও আমার দেশ এখন কেবল এক ভূমি-মুক্ত
অন্তহীন কাল
মনের মাধুরীর লীলাময় পরবাস।





ড. আবেদ চৌধুরী, ক্যানবেরা





Share on Facebook               Home Page             Published on: 16-Dec-2020

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far