bangla-sydney













অস্ট্রেলিয়ার মেলবোর্নে
৯৬৯৮ অস্ট্রেলিয়ার মিলনমেলা অনুষ্ঠিত



আরিফ ইসলামঃ গত ১৯শে মে, ৯৬৯৮ অস্ট্রেলিয়া এর উদ্যোগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গানের আড্ডা নামে এক মিলনমেলার আয়োজন করা হয়। সংগঠনটির মেলবোর্ন শাখার এডমিন আবু আলম (তান্নু) এর তত্ত্বাবধানে ও অন্যান্য সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে দিনটি উৎযাপিত হয়।

9698 AUSTRALIA®™ মূলত, বাংলাদেশের ১৯৯৬-১৯৯৮ শিক্ষাবর্ষে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করা এবং বর্তমানে অস্ট্রেলিয়াতে বসবাস করা শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তোলা একটি ব্যাচ-ভিত্তিক বন্ধুত্বের প্ল্যাটফর্ম।

স্থানীয় একটি ফার্ম হাউসে সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রথমেই গ্রুপ এর সব বন্ধুরা মঞ্চে এসে একে একে তাদের নিজেদের পরিচিতি দেন। অনেক বন্ধুরা ও তাদের পরিবার নিয়ে আসেন চটপটি, মিষ্টি দই, ক্ষীর, কেক, চা, চানাচুরসহ আরো অনেক মজার মজার খাবার। দুপুরের খাবার পরিবেশনের পরে শুরু হয় অনবদ্য এক সাংস্কৃতিক আয়োজন। কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই ৯৬৯৮ এর বন্ধুরা একের পর এক চমৎকার সব পরিবেশনা করেন। চমৎকার উপস্থাপনার সাথে সাথে দারুণ গানও পরিবেশন করেন মম মজিদ। গিটার বাজিয়ে একের পর এক ৮০ এবং ৯০ দশকের ব্যান্ডের গানের মনমাতানো পরিবেশনা করে আবু আলম (তান্নু) সবাইকে নিয়ে যান পুরোনো দিনের স্মৃতিতে। মুশফিকা আহমেদ লাবনী এবং শোয়েব ইলিয়াসের পূর্ণেন্দু পত্রীর কথোপকথন সত্যিই প্রশংসার দাবি রাখে। ফয়সাল হাসানের হৃদয় ছোয়া বাঁশির সুরে তৈরি হয় এক নস্টালজিক আমেজ। মনোমুদ্ধকর একক সঙ্গীত পরিবেশনা করেন গ্রুপের সুকণ্ঠী বন্ধু অবনী মাহবুব। এরপর মনোরম এক কবিতা আবৃত্তি করেন ফারজানা শিবলী ফারাহ। এছাড়াও আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সায়েদা সায়রার একক নৃত্য পরিবেশন।


সর্বশেষ পরিবেশনা ছিল আগত সব বন্ধুদেরকে একসাথে নিয়ে কিছু জনপ্রিয় বাংলা গানের সাথে সম্মিলিত গান এবং নাচ।

সাবরিনা কায়সার, সাজেদুল সোহাগ, মোর্শেদ শাহেদ, রিফাত হাসান, নাজমুল আলম, তারানা তারেক, নুজহাত ফারাহ জুলি, সায়েম শিবলী, রাজিয়া খান কুমকুম, বিন্দু আরশিয়া এবং হাশেম বেগ সহ আরো অনেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আড্ডার সমাপ্তি ঘটে বিকাল চারটায়। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় ৯৬৯৮ বন্ধুদের সংস্কৃতিমনা পরিবারবৃন্দদের যাদের সহযোগিতা ছাড়া এ আয়োজন কখনো সম্ভব ছিল না।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আরিফ ইসলাম জানিয়েছেন, বিভিন্ন রাজ্য মিলিয়ে ৯৬৯৮ অস্ট্রেলিয়া বর্তমানে প্রায় পাঁচশত সদস্যের এক বিশাল পরিবার। অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়ার অন্যান্য বড় শহরগুলোতেও এরকম মিলনমেলার আয়োজন করা হবে। উল্লেখ্য এর আগে কেবল সিডনি শহরেই এর কার্যক্রম ছিল।








Share on Facebook               Home Page             Published on: 30-May-2024

Coming Events: