শোক সংবাদ সিডনির বাংলাদেশী কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত জনাব ইকবাল হাই চৌধুরী গতকাল দুপুরে সিডনির ক্যাম্পবেলটাউন হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ও'য়া ইন্না ইলাহি রা'জিউন)। তিনি সিডনির ইঙ্গেলবার্নে বসবাস করতেন। মরহুমের নামাজে জানাজা আজ ২৭ মার্চ দুপুর ১টায় লাকেম্বা বড় মসজিদে (65-67 Wangee Rd, Lakemba) অনুষ্ঠিত হবে। পরে নেরিল্যান্ড কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। ইকবাল হাই চৌধুরী ভোলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তার বাবা মরহুম আবদুল হাই চৌধুরী বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি ও আইনমন্ত্রী ছিলেন - মাসুদ পারভেজ